সবুজ বন গাছ লতাপাতায় বেষ্টিত ২ কিঃমি স্কয়ার জায়গা জুড়ে ছোট্ট একটি বিল ''চাপড়া''। ছায়াঘেরা সুনিবিড় তেতলী ইউনিয়নের ৩৫ টি গ্রামের মধ্যমণি হয়ে সুশীতল হাওয়ায় ভরে দেয় এলাকাবাসীদের এবং আকৃষ্ট করে পথচারীদের। শত শত বছরের পুরোনো এই বিলকে নিয়ে আজও এলাকাবাসীর মনে অনেক জলপনা-কল্পনা। যুগ যুগ ধরে শীত মৌসুমে এই বিলের পানি দ্বারা সেচ কার্য চালিয়ে ফসল উৎপাদন করে আসছেন অত্র এলাকার কৃষকগণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস