শাহ আরকুম আলী (রঃ):
প্রখ্যাত সুফি সাধক শাহ আরকুম আলী (রঃ) আনুমানি ১৮৪০ ইং সনে তেতলী ইউনিয়নের ধরাধরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রায় ৭০ বছর ধর্ম জ্ঞান সাধনা করেন এবং অত্র এলাকা সহ দেশের বিভিন্ন স্থানে মানুষের মধ্যে ধর্ম জ্ঞান জাগানো জন্য কাজ করে যান। আনুমানিক ১৯১৫ সনের দিকে তিনি মৃত্যুবরণ করেন। তাহার মাজার শরীফ তেতলী ইউনিয়নের ধরাধরপুর গ্রামে অবস্থিত।
খন্দকার আব্দুল মালিক (এম.পি):
খন্দকার আব্দুল মালিক (এম.পি) ১৯২০ ইং সনে তেতলী ইউনিয়নের আহমদপুর গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ১৯৭৯-১৯৮১ ইং পযর্ন্ত সিলেট-১ আসনের এমপি ছিলেন। তিনি ২০০৪ ইং সনে ১ ছেলে ১ মেয়ে রেখে মারা যান। তিনি "মালিক স্টেট" আম্বরখানা পয়েন্ট, সিলেট এর স্বত্বাধীকারী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস