Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
হংকং, সিঙ্গাপর, মধ্যপ্রাচ্যের দেশসমূহ নারী কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি
বিস্তারিত

হংকং, সিঙ্গাপর, মধ্যপ্রাচ্যের দেশসমূহ নারী কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি নের প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর অফিসে স্থাপিত নগর তথ্য ও সেবা কেন্দ্র থেকেবিদেশে (হংকং, সিঙ্গাপর, মধ্যপ্রাচ্যের দেশসমূহ) কর্মী হিসেবে গমনেচ্ছু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্থায়ীভাবে বসবাসকারী সিটি কর্পোরেশনের বাসিন্দাগণ নগর তথ্য ও সেবা কেন্দ্র থেকে, ইউনিয়নের বাসিন্দাগণ ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে এবং পৌরসভা অঞ্চলে বসবাসকারী ব্যক্তিগণ তার নিকটস্থ ইউআইএসসি-তে সশরীরে গিয়ে রেজিস্ট্রেশন  করতে হবে। রেজিস্ট্রেশন চলবে আগামী ০৭ এপ্রিল হতে ১১ এপ্রিল ২০১৩ খ্রিঃ পৃর্যন্ত প্রতিদিন সকাল ৯:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত। আবেদন করার সময় আবেদনকারীগণ অবশ্যই জন্ম নিবন্ধন সংগে আনতে হবে, তাছাড়া যাদের আইডি কার্ড ও পার্সপোর্ট আছে তারা আইডি কার্ড ও পার্সপোর্ট সাথে করে নিয়ে আসবেন। আবেদনকারী প্রার্থীদের যোগ্যাতা নিম্নরূপ:মহিলা কর্মী হিসেবে বিদেশ গমণের জন্য রেজিস্ট্রেশনে আগ্রহী প্রার্থীদের নিমেণাক্ত  যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে:সাধারণ যোগ্যতা:-Ø  আগ্রহী প্রার্থীদের বাংলাদেশের নাগরিক হতে হবে;Ø  বয়স সীমা ২৫-৪৫ বছর এর মধ্যে হতে হবে;দেশ ও পেশা ভিত্তিক কর্মীদের বিশেষ যোগ্যতা নিম্নরূপঃ ক্র:নংদেশের নামপেশাআনুমানিক বেতনশিক্ষাগত যোগ্যতাঅভিজ্ঞতা১।হংকং ও সিংঙ্গাপুরহাউসকিপার৪০,০০০/-ক) স্মার্ট হতে হবে;খ) দশম শ্রেণী/এস.এস.সি পাশদেরকে   অগ্রাধিকার দেয়া হবে;গ) চাইনিজ ভাষা শিক্ষায় দুই মাসের প্রশিক্ষণ নিতে হবে।ক)গৃহকাজের অভিজ্ঞতা থাকতে হবে।২।চাহিদা মোতাবেক বিশ্বের সকল দেশের জন্যনার্স৫০,০০০/-  থেকে ৮৫,০০০/-ক) নার্সিং ডিপেস্নামা। নার্সিং-এ  ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেয়া হবে;খ) ইংরেজীতে স্পিকিং এ পারর্দশী   হতে হবে;  ক) নার্সিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৩।     ,,কেয়ারগিভার৪০,০০০/- ন্যূনতমক) এস.এস.সি পাশ থাকতে হবে;খ) ইংরেজী স্পিকিং এ পারদর্শী হতে হবে;ক)একাজের অভিজ্ঞতা থাকতে হবে।৪।জর্ডানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের জন্যহাউসকিপার১৫,০০০/- ক) স্মার্ট হতে হবে;খ) অষ্টম শ্রেণী পাশদেরকে অগ্রাধিকার দেওয়া হবে;গ) ২১ দিনের প্রশিক্ষণ নিতে হবে।ক)গৃহকাজের অভিজ্ঞতা থাকতে হবে।  ৫।মরিশাস,জর্ডানসহ অন্যান্য দেশের জন্যগামের্ন্টস, ফুড প্রসেসিং, ক্লিনার, ফিস প্রসেসর, ফ্যাক্টরী কর্মী, রিসিপশনিষ্ট, ফল আহরণকারী, বিক্রয়কর্মী, কৃষিকর্মী২৫,০০০/- থেকে ৩০,০০০/-ক) স্মার্ট হতে হবে;খ) অষ্টম শ্রেণী পাশদেরকে অগ্রাধিকার দেওয়া হবে;গ) ২১ দিনের প্রশিক্ষণ নিতে হবে। (ক) পেশাগত কাজে অভিজ্ঞতা থাকতে হবে। রেজিষ্ট্রেশন ফি: প্রতিটি রেজিষ্ট্রেশনের জন্য ফি ১০০ টাকা ধার্য করা হয়েছে।

 

আপনাদের সদয় অবগতির জন্য এটি জানানো হল।

 

ধন্যবাদসহ

 

পরিচালক উদ্যোক্তা

ডাউনলোড
প্রকাশের তারিখ
27/03/2013