হংকং, সিঙ্গাপর, মধ্যপ্রাচ্যের দেশসমূহ নারী কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি নের প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর অফিসে স্থাপিত নগর তথ্য ও সেবা কেন্দ্র থেকেবিদেশে (হংকং, সিঙ্গাপর, মধ্যপ্রাচ্যের দেশসমূহ) কর্মী হিসেবে গমনেচ্ছু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্থায়ীভাবে বসবাসকারী সিটি কর্পোরেশনের বাসিন্দাগণ নগর তথ্য ও সেবা কেন্দ্র থেকে, ইউনিয়নের বাসিন্দাগণ ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে এবং পৌরসভা অঞ্চলে বসবাসকারী ব্যক্তিগণ তার নিকটস্থ ইউআইএসসি-তে সশরীরে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন চলবে আগামী ০৭ এপ্রিল হতে ১১ এপ্রিল ২০১৩ খ্রিঃ পৃর্যন্ত প্রতিদিন সকাল ৯:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত। আবেদন করার সময় আবেদনকারীগণ অবশ্যই জন্ম নিবন্ধন সংগে আনতে হবে, তাছাড়া যাদের আইডি কার্ড ও পার্সপোর্ট আছে তারা আইডি কার্ড ও পার্সপোর্ট সাথে করে নিয়ে আসবেন। আবেদনকারী প্রার্থীদের যোগ্যাতা নিম্নরূপ:মহিলা কর্মী হিসেবে বিদেশ গমণের জন্য রেজিস্ট্রেশনে আগ্রহী প্রার্থীদের নিমেণাক্ত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে:সাধারণ যোগ্যতা:-Ø আগ্রহী প্রার্থীদের বাংলাদেশের নাগরিক হতে হবে;Ø বয়স সীমা ২৫-৪৫ বছর এর মধ্যে হতে হবে;দেশ ও পেশা ভিত্তিক কর্মীদের বিশেষ যোগ্যতা নিম্নরূপঃ ক্র:নংদেশের নামপেশাআনুমানিক বেতনশিক্ষাগত যোগ্যতাঅভিজ্ঞতা১।হংকং ও সিংঙ্গাপুরহাউসকিপার৪০,০০০/-ক) স্মার্ট হতে হবে;খ) দশম শ্রেণী/এস.এস.সি পাশদেরকে অগ্রাধিকার দেয়া হবে;গ) চাইনিজ ভাষা শিক্ষায় দুই মাসের প্রশিক্ষণ নিতে হবে।ক)গৃহকাজের অভিজ্ঞতা থাকতে হবে।২।চাহিদা মোতাবেক বিশ্বের সকল দেশের জন্যনার্স৫০,০০০/- থেকে ৮৫,০০০/-ক) নার্সিং ডিপেস্নামা। নার্সিং-এ ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেয়া হবে;খ) ইংরেজীতে স্পিকিং এ পারর্দশী হতে হবে; ক) নার্সিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৩। ,,কেয়ারগিভার৪০,০০০/- ন্যূনতমক) এস.এস.সি পাশ থাকতে হবে;খ) ইংরেজী স্পিকিং এ পারদর্শী হতে হবে;ক)একাজের অভিজ্ঞতা থাকতে হবে।৪।জর্ডানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের জন্যহাউসকিপার১৫,০০০/- ক) স্মার্ট হতে হবে;খ) অষ্টম শ্রেণী পাশদেরকে অগ্রাধিকার দেওয়া হবে;গ) ২১ দিনের প্রশিক্ষণ নিতে হবে।ক)গৃহকাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৫।মরিশাস,জর্ডানসহ অন্যান্য দেশের জন্যগামের্ন্টস, ফুড প্রসেসিং, ক্লিনার, ফিস প্রসেসর, ফ্যাক্টরী কর্মী, রিসিপশনিষ্ট, ফল আহরণকারী, বিক্রয়কর্মী, কৃষিকর্মী২৫,০০০/- থেকে ৩০,০০০/-ক) স্মার্ট হতে হবে;খ) অষ্টম শ্রেণী পাশদেরকে অগ্রাধিকার দেওয়া হবে;গ) ২১ দিনের প্রশিক্ষণ নিতে হবে। (ক) পেশাগত কাজে অভিজ্ঞতা থাকতে হবে। রেজিষ্ট্রেশন ফি: প্রতিটি রেজিষ্ট্রেশনের জন্য ফি ১০০ টাকা ধার্য করা হয়েছে।
আপনাদের সদয় অবগতির জন্য এটি জানানো হল।
ধন্যবাদসহ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস