সম্মানীত, ০৩ নং তেতলী ইউনিয়নের সকল বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ভোগীদের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে , যে আগামী ০৬/১০/২০১৯ রোজ রবিবার সময় ১০.০০ ঘটিকার হইতে বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত আপনাদের ভাতার কার্ড অনলাইন ভূক্ত হরা হইবে। তাই প্রত্যেক ভাতাভোগী নিম্নোক্ত কাগজ সংগ্রহ করে স্ব-স্বরিলে তেতলী ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে আপনার কার্ড অনলাইন ভূক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।
যে সকল কাগজ সাথে আনতে হইবে।
১। ভাতাভোগীকে সাথে ভাতার বহি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি আনতে হইবে।
২। ভাতা ভোগীর নমীনির আইডি কার্ড/জন্মনিবন্ধনের ফটোকপি আনতে হইবে। ১৮ বছরের উর্ধ্বে ভাতাভোগীর জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক আনতে হইবে।
৩। ভাতাভোগীর মোবাইল নম্বর সাথে আনতে হইবে। যদি কোন ভাতাভোগীর মোবাইল নম্বর না থাকে তাহলে নিকট আত্বিয় বা প্রতিবেশির মোবাইল নম্বর আনতে হইবে।
যদি ভাতাভোগী উপস্থিত না হয়, এবং এম.আই.এস অন্তভূক্ত না করেন তাহলে পরবর্তী সময়ে ভাতার টাকা প্রদান করা হবে না।
অনুরোধক্রমে
মোঃ ফারুক মিয়া
ভারপ্রাপ্ত চেয়ারম্যান
০৩ নং তেতলী ইউনিয়ন পরিষদ
দক্ষিণ সুরমা, সিলেট।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস