Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আগামী ১১/০১/২০২০ ইং তারিখে ০৩ নং তেতলী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সামাজিক নিরাপত্তা বেষ্টনি বয়ষ্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা এম আই এস অন্তর্ভূক্তি করন প্রসঙ্গে।
বিস্তারিত

এম.আই.এস এর ডাটা এন্টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আগামী ১১/০১/২০২০ ইং তারিখে কার্যক্রম চলবে।

 

সম্মানীত, ০৩ নং তেতলী ইউনিয়নের সকল বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ভোগীদের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে , যে আগামী ১১/০১/২০২০ ইংরেজি সময় ১১.০০ ঘটিকার হইতে বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত আপনাদের ভাতার কার্ড অনলাইন ভূক্ত হরা হইবে। তাই প্রত্যেক ভাতাভোগী নিম্নোক্ত কাগজ সংগ্রহ করে স্ব-স্বরিলে তেতলী ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে আপনার কার্ড অনলাইন ভূক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।      

 

যে সকল কাগজ সাথে আনতে হইবে।

 

১। ভাতাভোগীকে সাথে ভাতার বহি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি আনতে হইবে।

২। ভাতা ভোগীর নমীনির আইডি কার্ড/জন্মনিবন্ধনের ফটোকপি আনতে হইবে। ১৮ বছরের উর্ধ্বে ভাতাভোগীর জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক আনতে হইবে।

৩। ভাতাভোগীর মোবাইল নম্বর সাথে আনতে হইবে। যদি কোন ভাতাভোগীর মোবাইল নম্বর না থাকে তাহলে নিকট আত্বিয় বা প্রতিবেশির মোবাইল নম্বর আনতে হইবে।

 

যদি ভাতাভোগী উপস্থিত না হয়, এবং এম.আই.এস অন্তভূক্ত না করেন তাহলে পরবর্তী সময়ে ভাতার টাকা প্রদান করা হবে না।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
08/01/2020
আর্কাইভ তারিখ
12/01/2020