Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
চাপরা বিল
Location
বানেশ্বরপুর, তেতলী ইউপি, দক্ষিন সুরমা, সিলেট।
Transportation
তেতলী ইউনিয়ন পরিষদ থেকে এক কিঃমিঃ পশ্চিমে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিন পার্শে অবস্থিত হওয়ায় শহর থেকে খুব সহজেই যেকোন ধরণের গাড়ীতে করে যাতায়াত করা যায়।
Details

সবুজ বন গাছ লতাপাতায় বেষ্টিত ২ কিঃমি স্কয়ার জায়গা জুড়ে ছোট্ট একটি বিল ''চাপড়া''। ছায়াঘেরা সুনিবিড় তেতলী ইউনিয়নের ৩৫ টি গ্রামের মধ্যমণি হয়ে সুশীতল হাওয়ায় ভরে দেয় এলাকাবাসীদের এবং আকৃষ্ট করে পথচারীদের। শত শত বছরের পুরোনো এই বিলকে নিয়ে আজও এলাকাবাসীর মনে অনেক জলপনা-কল্পনা।  যুগ যুগ ধরে শীত মৌসুমে এই বিলের পানি দ্বারা সেচ কার্য চালিয়ে ফসল উৎপাদন করে আসছেন অত্র এলাকার কৃষকগণ।