তেতলী ইউনিয়নের সবচেয়ে বেশী ধান উৎপাদন হয় বিলপাড়ে এলাকায়। এই এলাকায় বিলের পানি দ্বারা সারা বছর সেচকার্য চালানো যায় বলে এখানে সারা বছর ধান উৎপাদন করা যায়। এখানে প্রচুর পরিমানে রবিশষ্যও উৎপাদন হয়। এছাড়াও এই এলাকার প্রাকৃতিক পরিবেশ খুবই মনোমুগ্ধকর বিধায় এলাকার মানুষ বিকাল বেলা এখানে বেড়াতে আসেন।